Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউআইএসসি

 

ডিজিটাল বাংলাদেশ গড়া বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার।এ অঙ্গীকার বাস্তবায়নে তৃণমুল পর্য্যায়ে অবাধ তথ্য  প্রবাহ নিশ্চিত করা একান্ত প্রয়োজন।,যা ইউআইএসসি স্থাপনের মাধ্যেমে সম্ভব।তা ছাড়া ইউ আইএসসি কার্য্যক্রম সরকারের তথ্য অধিকার আইন ২০০৮ এর লক্ষ্য অর্জেনেও উল্লেখযোগ্য ভুমিকা রাখতে সক্ষম।এ দিকে সরকার Word Summit on Information Society(WSIS)plan of Action-২০০৩ ৩র অন্যতম স্বাক্ষরদাতা হিসেবে জনগনের মাঝে তথ্য প্রযুক্তির সেবা জনগনের কাছে পৌছে দিতে বদ্ধ পরিকর।সরকারের দারিদ্র বিমোচন কর্মসুচীর লক্ষ্য অর্জনেও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার প্রতি গুরত্ব প্রদান করা হয়েছে।তাই প্রতিটি ইউনিয়ন কে জ্ঞান চর্চা এবং এলাকার সকল প্রকার উন্নয়ন কর্ম কান্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার জন্য ইউ আইএসসি একটি যুগান্তকারী ভুমিকা রেখে চলেছে।

       ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র(ইউআইএসসি)হলো ডিজিটাল  বাংলাদেশ-রুপকল্প ২০২১'বাস্তবায়নে একটি শক্তিশালী  উদ্যোগ।কারন,এই ইউআইএসসির মাধ্যেমেই জনগনের দোরগোড়ায় সহজে,সুলভে ও দ্রুত তথ্য ও সেবা পৌছানো সম্ভব।স্থানীয় সরকার ইতোঃমধ্যেই(২০০৯ সালে)প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের একসেস টু ইনফরমেশ প্রগামের সহায়তায় ১০২টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র(ইউআইএসসি)স্থাপন করেছেন এবং এবছরের মধ্যেই দেশের সকল ইউনিয়নে ইউ আইএসসি স্থাপনের পরিকল্পনা গ্রহন করেছে।এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইতোঃমধ্যে ১০০০টি ইউ আইসির জন্য উদ্যোক্তা প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে।জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান এই উদ্যোক্তা প্রশিক্ষনের সমন্বয় করছে।জেলা পর্য্যায়ে এর ত্বত্বাবাধায়ন করছে জেলা ফোকাল পয়রন্ট (অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক)।

    উদ্যোক্তা প্রশিক্ষন অনুষ্ঠিত হয় ১০দিন ব্যাপী।প্রশিক্ষন পরিচালনা করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের জেলা পর্য্যায়ে স্থাপিত কম্পিউটার ল্যাবে কর্মরত সহকারী প্রগ্রামার বৃন্দ।এটু আই প্রগাম এদের জন্য প্রশিক্ষক প্রশিক্ষনের আয়োজন করে।

      প্রতিটি ইউআইএসসিকে জন প্রিয় ও টেকসহি তোলার জন্য প্রয়োজন একজন প্রশিক্ষিত/দক্ষ/উদ্যোগী উদ্যোগতার,যার তথ্য ও সেবা সন্ধান এবং তা প্রদানে তথ্য ও যোগাযোগ ব্যবহারের কলাকৌশল্ক প্রতিনিয়নতই বদলাচ্ছে,সে জন্য একজন ইউআইসি উদ্যোক্তার প্রশিক্ষনে অংশগ্রহন ছাড়াও নিজ উদ্যোগে নিত্যনতুন প্রযুক্তি ব্যবহারের পন্থা আবিষ্কার ও সেই প্রযুক্তি নির্ভর সেবা প্রদানে উতসাহ উদ্দিপনা থাকা অতি জরুরী।এছাড়াও ইআইসি দক্ষ হাতে পরিচালনার জন্য ব্যবসা পরিকল্পনা,বাস্তবায়ন ও ব্যবস্থাপনা সম্পর্কেও একজন উদ্যোক্তার যথাযথ ধারনা থাকা বাঞ্চনীয়।